আরও দুই নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
রোববার জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
প্রথম নিউজ, অনলাইন: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু এবং পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সুপারিশে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের ক্ষমতাবলে তাদের দল থেকে অব্যাহতি দেন। এর আগে বৃহস্পতিবার পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয় দলটির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে।