আবারও বিপর্যস্ত শেয়ারবাজার
সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ৬৬ পয়েন্ট কমেছে।
প্রথম নিউজ, অনলাইন : টানা দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার। সোমবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ৬৬ পয়েন্ট কমেছে। এর আগের দিন রোববার কমেছিল ৪০ পয়েন্ট। আর এ দুইদিনে ডিএসইর বাজারমূলধন কমেছে ৯ হাজার কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, কয়েকটি কারণে পতন হচ্ছে। প্রথমত ব্যাংক আমানতের সুদের হার বৃদ্ধির ফলে বর্তমানে শেয়ারবাজারের টাকা ব্যাংকে যাচ্ছে। দ্বিতীয়ত, দেশের সামষ্টিক অর্থনীতির নেতিবাচক অবস্থার প্রভাব পড়েছে। অন্যদিকে কয়েকদিনের পতনের পর মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো ফোসর্ড সেল করছে। এছাড়াও দীর্ঘদিন থেকে বিনিয়োগকারীদের আস্থা সংকট চলছে। এসব কারণে বাজারে টানা পতন হচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে সোমবার ৩৯৩টি কোম্পানির ১৩ কোটি ৫৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৪১টি, কমেছে ৩১৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৬৬ কমে ৫ হাজার ৮৩৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ২৬ পয়েন্ট কমে ২ হাজার ২৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরিয়াসূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ২৬৭ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৬ লাখ ৮৩ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
শীর্ষ দশ কোম্পানি: সোমবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো-এশিয়াটিক ল্যাবরেটরিজ, সেন্ট্রাল ফার্মা, লাফার্জ হোলসিম, বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন, এএলআই, শাইনপুকুর সিরামিকস, ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ফার্মা ও মালেক স্পিনিং। এদিন যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-রূপালি লাইফ, আরামিট লিমিটেড, ইএলআই, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট পাওয়ার, আইসিবি এসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই ও ভিএএমএল বিডি মিউচুয়াল ফান্ড-১। অন্যদিকে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো-লার্ফাজ হোলসিম, উসমানিয়া গ্লাস, ওরিয়ন ইনফিউশন, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, আইসিবি, বিবিএস এবং নাহী অ্যালুমিনিয়াম।