আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নূপুর শর্মা

বিচারপতি জে বি পড়দিওয়ালা এবং সূর্যাকান্ত এর পর্যবেক্ষণে ১৫ জন আইনজীবী, প্রাক্তন আমলা ও সেনা অফিসার বিরূপ মন্তব্য করার পর নূপুর শর্মা দ্বিতীয়বার সুপ্রিম কোর্টে গেছেন।

আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নূপুর শর্মা
আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নূপুর শর্মা

প্রথম নিউজ ডেস্ক : আবার মাথাচাড়া দিয়ে উঠলো নূপুর শর্মা বিতর্ক।  ২৬শে মে একটি টেলিভিশন বিতর্কে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা। তার এই মন্তব্যের প্রেক্ষিতে দেশ বিদেশে আগুন জ্বলে ওঠে। মুন্ডুচ্ছেদ করা হয় উদয়পুরে এক দর্জি ও আমরাবতীতে এক ফার্মাসিস্টের। এরপর নূপুর শর্মার বিরুদ্ধে ভারতে ৯টি এফআইআর ও মামলা হয়। সব মামলা ক্লাব করে দিল্লিতে আনার আবেদন জানিয়ে নূপুর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট তাঁকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেয়। বিচারপতি জে বি পড়দিওয়ালা এবং সূর্যাকান্ত এর পর্যবেক্ষণে ১৫ জন আইনজীবী, প্রাক্তন আমলা ও সেনা অফিসার বিরূপ মন্তব্য করার পর নূপুর শর্মা দ্বিতীয়বার সুপ্রিম কোর্টে গেছেন। দেশের বিভন্ন স্থানে তাঁর বিরুদ্ধে আনীত সব মামলা দিল্লিতে আনার আবেদন সহ খোদ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরেও তিনি যেভাবে হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন সেই সম্পর্কে কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন নূপুর। আজ মঙ্গলবার এই মামলার শুনানি হবে সেই বিচারপতি পড়দিওয়ালা ও সূর্যকান্ত’র ডিভিশন বেঞ্চে। সোশ্যাল মিডিয়ায় তাদের পর্যবেক্ষণের সমালোচনা হওয়া বিচারপতি পড়দিওয়ালা বলেছেন, এ এক বিপজ্জনক প্রয়াস। বিচারকদের পর্যবেক্ষণের ওপরে আঘাত।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom