আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন প্রথম আলোর সম্পাদক
জামিনে থাকা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ঢাকার অধস্তন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন
প্রথম নিউজ, ঢাকা : ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ঢাকার অধস্তন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
বুধবার (৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালত থেকে পাওয়া আগাম জামিনের জামিননামা দাখিল করেন। আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিননামা গ্রহণ করেন। এরপর তারা জামিনের জন্য আরেকটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ১৬ আগস্ট পূর্ণাঙ্গ জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন। ততদিন পর্যন্ত তিনি জামিনে থাকবেন।
তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিস্তারিত আসছে...