কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা আমজাদ হোসেন। তিনি গীতিকার, চিত্রনাট্যকার এবং লেখক হিসেবেও ছড়িয়েছেন দ্যুতি। সমৃদ্ধ করেছেন দেশের সংস্কৃতিকে। বরেণ্য এই চলচ্চিত্রকার ২০১৮ সালের আজকের দিনে না ফেরার দেশে চলে যান। আজ তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাকে স্মরণ করে তার নিজ জন্মভূমি জামালপুরে এক শোক র্যালির আয়োজন করা হয়েছে। আমজাদ হোসেন চর্চা কেন্দ্র, জামালপুরের উদীচী, খেলাঘরসহ মোট ৭৪টি সংগঠনের অংশগ্রহণে এ শোক র্যালি সকাল ১০টায় জামালপুর বকুলতলা মোড় থেকে শুরু হয়ে পৌর কবরস্থানে গিয়ে শেষ হবে। এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে আমজাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানাবেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও জামালপুরের সর্বস্তরের মানুষ। দিনব্যাপী কোরআন খানি, বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এসব সংগঠনের পক্ষ থেকে। এ ছাড়াও এদিন আমজাদ হোসেনের সারা জীবনের কর্মস্থল এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আমজাদ হোসেন স্মরণসভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শোক র্যালিতে নেতৃত্ব দেবেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল। জামালপুর ছাড়াও এদিন রাজধানীর শ্যামলীতে দোয়ার আয়োজন করা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমিতে আমজাদ হোসেন স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আমজাদ হোসেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ১২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পেয়েছেন সম্মানজনক একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারও। এ ছাড়াও নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews