আগারগাঁওয়ে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা
এ ঘটনায় ঘাতক যুবককে আটক করা হয়েছে। রোববার রাত তিনটার দিকে এই ঘটনাটি ঘটে।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের একটি বাসায় অপরিচিত এক যুবক ঢুকতে বাধা দেয়ায় আজীম (৬০) নামে এক নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক যুবককে আটক করা হয়েছে। রোববার রাত তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা ওই বাসার মালিক মো. ইমাম হোসেন জানায়, রাত তিনটার দিকে এক যুবক আমার বাসায় জোরপূর্বক ঢুকতে গেলে আমার নিরাপত্তা কর্মী আজিম তাকে বাধা দেন। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ওই যুবক আজিমকে কুপিয়ে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় পরে আজিমকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ডুবুরিয়া গ্রামে। বর্তমানে পশ্চিম আগারগাঁও মিয়া টাওয়ার ৫৯ নম্বর বাসায় নিরাপত্তা কর্মী হিসেবে ছিলেন।