আগাম জামিন নিতে হাইকোর্টে প্রথম আলো সম্পাদক

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান

আগাম জামিন নিতে হাইকোর্টে প্রথম আলো সম্পাদক
আগাম জামিন নিতে হাইকোর্টে প্রথম আলো সম্পাদক

প্রথম নিউজ, ঢাকা : ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

রোববার (২ এপ্রিল) বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হবে।


এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। 

গত বুধবার মধ্যরাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। রাজধানীর রমনা থানায় করা এই মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরাও রয়েছেন। 

এই মামলার বাদী আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: