আইপিএল শুরুর আগেই নিজেদের সেরা স্পিনার হারাল রাজস্থান
প্রথম নিউজ, ডেস্ক : স্বীকৃত টি-টোয়েন্টিতে লেগ স্পিনারের কদর সবসময়ই বেশি। আফগানিস্তানের রশিদ খান, মুজিব-উর রহমান, ভারতে ইউজবেন্দ্র চাহাল কিংবা কুলদীপ যাদব, পাকিস্তানে শাদাব খানরা সংক্ষিপ্ত এই ফরম্যাটে নিজ নিজ দলের তুরুপের তাস। এবারের আইপিএলেও দলগুলো নিজেদের স্কোয়াডে লেগ স্পিনার রাখার জন্য কম চেষ্টা করেনি। আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসও তাদের দলে নিয়েছিল অ্যাডাম জাম্পার মতো পরীক্ষিত এক লেগস্পিনার।
কিন্তু ভাগ্যটা খারাপই বলতে হয় রাজস্থানের। এ বারের আইপিএলে খেলবেন না এই অজি লেগস্পিনার। রাজস্থান রয়্যালসের এই স্পিনার হঠাৎ করেই খেলবেন না বলে জানিয়েছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে পড়েছেন। এর আগে পেসার প্রাসিধ কৃষ্ণাকে চোটের কারণে হারিয়েছিল রাজস্থান।
এ বারের আইপিএলে রাজস্থানের প্রথম ম্যাচ ২৪ মার্চ। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়পুরে নিজেদের প্রথম ম্যাচে খেলবে রাজস্থান। সেই ম্যাচে তো জাম্পাকে পাওয়া যাবেই না, পুরো আইপিএলেই পাওয়া যাবে না অস্ট্রেলিয়ার স্পিনারকে। গত নিলামে জাম্পাকে দেড় কোটি রুপিতে দিয়ে কিনেছিল রাজস্থান। এ বারের নিলামে তাঁকে ছাড়েনি রাজস্থান।
বড় অঙ্কে কেনা এই স্পিনারের আইপিএল অভিজ্ঞতা খারাপ ছিল না। গত আইপিএলে ছ’ম্যাচে আট উইকেট নিয়েছিলেন জাম্পা। আইপিএলে সবমিলিয়ে ২০ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন তিনি। অভিজ্ঞ স্পিনারকে পাবে না রাজস্থান। তবে দলে রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন। তার ওপরেই এখন থাকবে প্রত্যাশার বাড়তি চাপ।
এবারের নিলামে রাজস্থান পাঁচ জন ক্রিকেটারকে কিনেছিল। এদের মধ্যে সবচেয়ে বড় নাম ক্যারিবিয়ান ব্যাটার রভম্যান পাওয়েল। এর বাইরে আছেন শুভাম দুবে, টম কোহলার, আবিদ মুস্তাক এবং নান্দ্রে বার্গার। গত মওসুমে অল্পের জন্য প্লে-অফে উঠতে পারেনি রাজস্থান। এ বারে তাই প্লে-অফে উঠতে মুখিয়ে প্রথম বারের আইপিএলজয়ীরা।