অহনার সঙ্গে নিলয়ের ‘তাফালিং’
টেলিভিশন ও ইউটিউবের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমীর একের পর এক হিট নাটক উপহার দিয়ে যাচ্ছেন

প্রথম নিউজ, ডেস্ক : টেলিভিশন ও ইউটিউবের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমীর একের পর এক হিট নাটক উপহার দিয়ে যাচ্ছেন। এবার উন্মুক্ত হলো তার নতুন নাটক ‘তাফালিং’। এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। লিখেছেন ফেরারী ফরহাদ। এ নাটকে নিলয়ের সঙ্গে জুটি বেঁধেছেন অহনা রহমান। এর মধ্য দিয়ে অনেক দিন পর নাটকে অভিনয় করলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
এতে আরও অভিনয় করেছেন রত্বা খান, এইচ কে স্বাধীন, আনোয়ার হোসাইন, ইমরান হোসেন আজান, এমরান হাসো প্রমুখ। নাটকটির আবহ সংগীত করেছেন এসকে অন্য। সম্পাদনায় আকাশ সরকার, কালার করেছেন টিডি দিপক, সাউন্ড ডিজাইনে রুবেল।
২২ মে বিকালে ইউটিউবে লেজার ভিশনের চ্যানেলের উন্মুক্ত করা হয়েছে নাটকটি। এটি নির্মিত হয়েছে পুরান ঢাকার ভাষায় নির্মিত রোমান্টিক, কমেডি, পারিবারিক গল্পের আবহে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews