ইউক্রেনে ৫৭টি ক্ষেপণাস্ত্র হামলা, বাদ যায়নি পোল্যান্ডেও

রোববার সকালের হামলায় কারও নিহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

ইউক্রেনে ৫৭টি ক্ষেপণাস্ত্র হামলা, বাদ যায়নি পোল্যান্ডেও

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামাতে আবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী। দুই-তিন ঘণ্টার মধ্যে ৫৭ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করে রাশিয়া। এর মধ্যে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র গিয়েছে পোল্যান্ডের আকাশেও। রোববার সকালের হামলায় কারও নিহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে এলভিভ এলাকায় হামলা করে রাশিয়া। এ সময় ইউক্রেনের রাজধানী কিয়েভেও হামলা করা হয়। দুই দিন আগেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলা করে দেশটি। এর রেষ কাটতে না কাটতেই এই হামলা।  

এবারের হামলায় কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা বেশ কঠিন। এলভিভে একটি জ্বালানি অবকাঠামোর যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী বলছে, ১৮টি ক্ষেপণাস্ত্র ও ২৫টি ড্রোন ভূপাতিত করেছে তারা। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো হয়নি। 

তবে, পোল্যান্ডের আকাশে একটি ত্রুজ ক্ষেপণাস্ত্র যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দেশটি। দেশটির সশস্ত্র বাহিনী বলছে, পশ্চিম ইউক্রেনে এই হামলা চালানো হয়েছিল। এটি তাদের আকাশসীমায় এসেছে। এটি আন্তর্জাতিক নিরাপত্তার ব্যাঘাত।