ধামরাইয়ে জমে থাকা পানিতে ডুবে মারা গেল দুই ভাই

রোববার বিকালে উপজেলা কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমানের বাংলো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

ধামরাইয়ে জমে থাকা পানিতে ডুবে মারা গেল দুই ভাই

প্রথম নিউজ, ধামরাই: ধামরাইয়ের কুল্লা ইউপি চেয়ারম্যানের বাংলো বাড়ির অরক্ষিত গর্তে জমে থাকা পানিতে পড়ে মোহাম্মদ ইয়াসিন হোসেন ও মোহাম্মদ আব্দুল হাকিম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলা কুল্লা ইউনিয়নের খাতরা গ্রামে ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমানের বাংলো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ওই দুই শিশু পাবনা জেলার আব্দুল মালেকের ছেলে। জানা যায়, কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান তার বাড়ির দক্ষিণ পাশে রাস্তার পাশে মাটি কেটে ডোবা তৈরি করে রেখেছেন। শনিবার রাতে প্রচণ্ড বৃষ্টি হয়ে সেই ডোবা পানিতে ভরে যায়। রোববার দুপুরে ইয়াসিন ও হাকিম নামে আপন দুই ভাই খেলতে গেলে সেই ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় ইয়াসিন ও হাকিমকে না পেয়ে তাদের মা সালমা বেগম খুঁজতে বের হন। পরে স্থানীয়দের ওই দুই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।