অর্ধশতাধিক বাসায় চুরিতে জড়িত মনির গ্রেফতার
আজ শুক্রবার সকালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ. এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক বাসায় গ্রিল কেটে চুরির ঘটনায় জড়িত মনিকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
আজ শুক্রবার সকালে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ. এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, তেজগাঁও, কলাবাগান ও কেরানীগঞ্জে অর্ধশতাধিক বাসায় গ্রিল কেটে চুরিতে জড়িত আসামি মনিরকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। চারদিন আগে মোহাম্মদপুর থেকে চুরি হওয়া সাত লাখ ৮৭ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আজ দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তেজগাঁও বিভাগের ডিসি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews