অভিমান ভুলে এক হলেন আসিফ-ন্যানসি

জনপ্রিয় গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছিলেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি

 অভিমান ভুলে এক হলেন আসিফ-ন্যানসি
অভিমান ভুলে এক হলেন আসিফ-ন্যানসি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : জনপ্রিয় গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছিলেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। যা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যও দিয়েছিলেন দুই তারকা। তাদের মধ্যে চলা সেই অভিমান, দ্বন্দ ও মামলার বুঝি অবসান হতে চলেছে।

তবে সেসব ভুলে আবার যেন এক হলেন আসিফ ও ন্যানসি। ৩০ জুলাই (শনিবার) সকালে নিজের ফেসবুক ফেজে ন্যানসির সঙ্গে ছবিসহ একটি পোস্ট করেন আসিফ। আর সেই পোস্টে স্পষ্ট বোঝা যাচ্ছে অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে আবার এক হয়েছেন তারা। যা দুই শিল্পীর ভক্তদের জন্যও বেশ স্বস্তির খবর।

আসিফ তার পোস্টে লিখেছেন, ‘একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটা বছর। অবশেষে এলো সেই কাঙ্খিত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া আমি ন্যানসি বলছি… খুব ভালো লাগলো ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সমস্ত অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরও ভালো লাগছিলো। ন্যানসি তো আমার ছোট, আমি তো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত।’

ন্যানসিকে দেশের সম্পদ উল্লেখ করে আসিফ লিখেছেন, ‘নাজমুন মুনিরা ন্যানসির কণ্ঠ আমাদের সম্পদ। আমাকে বললো ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজি হয়ে গেলাম। অনেকদিন পর স্নেহের ন্যানসির সাথে গল্পগানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি।’

সবশেষ আসিফ লিখেছেন, ‘ভালো থাকো ন্যানসি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভালোলাগা, আমিও সেই দলের বাইরে নই। ভালবাসা অবিরাম…’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom