৪ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
আজ বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
প্রথম নিউজ, শরীয়তপুর: ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল ৪ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। আজ বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে লক্ষ্মীরচর চ্যানেল থেকে নোঙর করা কাকলী নামের ফেরিটি ছেড়ে গেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, ঘন কুয়াশার কারণে শরীয়তপুর- চাঁদপুর রুটে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এখন কুয়াশা কম থাকায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews