৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের

৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের

প্রথম নিউজ, ঢাকা : আগামী বাজেটের আগে ৩০ শতাংশ বেতন বৃদ্ধি ও বৈষম্যহীন ৯ম জাতীয় বেতন স্কেল প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ ৩য় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি।

শনিবার (১৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা। সংগঠনের মহাসচিব মো. ছালজার রহমান বলেন, বেতন বৃদ্ধি, ৯ম জাতীয় বেতনস্কেল বাস্তবায়ন করাসহ অন্যান্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

তিনি বলেন, ২০১৫ সালে ৮ম জাতীয় বেতনস্কেল প্রধানের পর গত ১০ বছরে গ্যাস, বিদ্যুৎ, পানি, চিকিৎসা খচর এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির শতভাগ মূল্য বৃদ্ধিতে সরকারি কর্মচারীরা অর্থকষ্টে জীবন যাপন করছে। এই অবস্থা থেকে উত্তরণে অন্তবর্তীকালীন বিশেষ সুবিধা ৫ থেকে ৩০ শতাংশে উন্নতি করা, ৯ম জাতীয় স্কেল ঘোষণার বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে অবসরের বয়সসীমা ৬৫ বছর এবং ইনক্রিমেন্টের শেষ ধাপ ব্লক না রেখে নিয়মিত ইনক্রিমেন্ট চালু রাখার দাবি জানান সংগঠনটির নেতারা।

বাংলাদেশ ৩য় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, আমাদের দাবি আদায়ে আগামী ২১ মে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান, ২৬-৩০ মে সব সরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ ও লিফলেট বিতরণ এবং ১ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মোহাম্মদ নুরনবি, রাহয়ন উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগরের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন, অতিরিক্ত মহাসচিব তাপস কুমার শাহ, মো. আরিফুল ইসলাম প্রমুখ।