১৯৭১ সালের পর প্রথমবার ভারতের রাজ্যে রাজ্যে মহড়া

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ পরিস্থিতিতে ভারত সরকার বিভিন্ন রাজ্যে যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে বড় পরিসরের মহড়ার নির্দেশ দিয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে রাজ্যগুলোতে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় সাধারণ নাগরিকসহ বিভিন্ন সংস্থাকে নিয়ে মহড়া চলবে। এতে অংশগ্রহণকারীদের বিমান হামলার সতর্কতা, ব্ল্যাকআউট, নিরাপদ আশ্রয়ে যাওয়া ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার কৌশল শেখানো হবে।
ভারতের সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, এই ধরনের মহড়া সর্বশেষ হয়েছিল ১৯৭১ সালে, ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। এবারকার পদক্ষেপকেও তেমনই গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে। পাঞ্জাবের ফিরোজাবাদে এরইমধ্যেই মঙ্গলবার রাতে ব্ল্যাকআউট মহড়া চালানো হয়েছে। ক্যান্টনমেন্ট এলাকায় আধঘণ্টার জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন রেখে এ মহড়া হয়।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কাশ্মীর হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি সেনাবাহিনীকে পালটা হামলার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলেও জানা গেছে।