১৪০ হজযাত্রীর ভিসা প্রস্তুত, বিকেলে ফ্লাইট
হজযাত্রার প্রথম দিন ভিসা জটিলতায় আটকে যাওয়া ১৪০ যাত্রীর ভিসা এরই মধ্যে প্রস্তুত হয়েছে
প্রথম নিউজ, ঢাকা : হজযাত্রার প্রথম দিন ভিসা জটিলতায় আটকে যাওয়া ১৪০ যাত্রীর ভিসা এরই মধ্যে প্রস্তুত হয়েছে। সোমবার (২২ মে) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। সোমবার (২২ মে) হজযাত্রার দ্বিতীয় দিনে জাগো নিউজকে এ কথা জানিয়েছেন হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম।
জানা গেছে, বিকাল ৫টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৩৫ হজযাত্রীদের যাওয়ার কথা রয়েছে।
সাইফুল ইসলাম বলেন, গতকাল ২টা ২০ মিনিটে তাদের যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় তারা যেতে পারেননি। সৌদির আইটি ডিভিশনে কথা বলা পর সব গুলো ভিসা হয়েছে। আজ বিকেল ৫টায় তারা যাচ্ছেন।
হজ অফিস সূত্রে জানা গেছে, ৭টি ফ্লাইটে আড়াই হাজারেরও বেশি হজযাত্রী আজ পবিত্র মক্কার উদ্দেশ্য ঢাকা ছাড়বেন বলেও জানানো হয়। এ দিনের যাত্রায় বাংলাদেশ বিমানের ৫টিসহ বেসরকারি অন্যান্য এয়ারলাইন্সের ২টি ফ্লাইট পরিচালিত হবে। আর কোনো ভিসা জটিলতা নেই, সময়মত সব ফ্লাইট ছেড়ে যাবে।
তিনি বলেন, গতকাল ফ্লাইটটি টেক অফের ৩০-৪০ মিনিট পর সবার ভিসা হয়। তারপর থেকে আমরা চেষ্টা করেছি কত দ্রুততম সময়ে তাদের জন্য বিমানের ফ্লাইট ব্যবস্থা করা যায়। আজ বিকেল ৫টায় ১৪০ জন হজ যাত্রী যাচ্ছেন।
এবারের হজ ফ্লাইট চলবে ২২ জুন পর্যন্ত। ৩২৮টি ফ্লাইটে হজ পালনে সৌদি আরব যাবেন ১ লাখ ২২ হাজার বাংলাদেশি।