হরতালের সমর্থনে রাজধানীর বনানীতে মিছিল করেছে ছাত্রদল
মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর।
প্রথম নিউজ, ঢাকা: ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রথম সহ সভাপতি তানজিল হাসান এর নেতৃত্বে মিছিলটি বনানীর হোটেল শেরাটন থেকে শুরু করে পুলিশের বাধায় কাকলি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। আজ মঙ্গলবার মিছিলের সার্বিক তত্ত্বাবধানে ছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর। মিছিলে উপস্থিত ছিলো ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, রুহুল আমিন হিমেল, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, মিছিলে আরও উপস্থিত ছিলো ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম খান,ছাত্রনেতা জহিরুল ইসলাম শুভ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আল আমিন মৃধা, সায়রা চন্দ্রা সারা, যুগ্ম সম্পাদক সাদেক হোসেন, মেহেদী হাসান সিকদার,সহ মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুল আকন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মান্নান নাহিদ, মহানগর উত্তর ছাত্রদলের অন্যতম নেতা সোহাগ সিকদার, রবিউল ইসলাম হৃদয়,রুবেল হোসেন, মাইদুল ইসলাম, তেজগাঁও থানা ছাত্রদলের সহ সভাপতি জহিরুল ইসলাম অমি মহানগর দক্ষিণ ছাত্রদলের নেতা আল মামুন সাগর, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসিবুল হাসনাত তুরাগ,ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, মহানগর পূর্ব ছাত্রদলের অন্তর্ভুক্ত পল্টন থানা ছাত্রদলের নেতা আরিফ সিকদার, বাউফল পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান বিন জাহাঙ্গীর, ছাত্রনেতা আল আমিন হোসেন,ওমর ফারুক, সাকিব সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।