হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতাদের কারাগারে প্রেরণে নিন্দা ও প্রতিবাদ
ছাত্রদলের নেতৃদ্বয় অবিলম্বে নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবী জানান।
প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলার সভাপতি ইমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ রহমান হাফিজ,আব্দুল আহাদ তুষার,গোলাম মাহবুব, সাইদুর রহমান,আমিনুল ইসলাম ফয়সাল,সহ সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বাবু, হবিগঞ্জ সদর উপজেলার সদস্য সচিব নাজমুল হাসান অনি, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শফিকুল ইসলাম রুহেল ,বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদল সদস্য সচিব আবিদুর রহমান রাকিব, চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমদ , যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ , শায়েস্তাগজ্ঞ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল্লা পারভেজ, মো বকুল মিয়া জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের সংক্ষুব্ধ রায়ের বিরুদ্ধে চরম প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আওয়ামী জাহিলিয়াতের যুগে আদালত আজ বাকশালি সরকারের বিরাজনীতিকরন মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। জনগণের আস্থা খ্যাত এই প্রতিষ্ঠানটি আস্থা বিশ্বাসের সকল বৈশিষ্ট্য হারিয়ে রিংগনের মতো শত বুলেটে ঝাঁঝরা শরীরের নিরপরাধ ছাত্রনেতাকে কারাগারে প্রেরণের অসভ্যতা প্রদর্শন করেছে; যা কোন সভ্য সমাজ মেনে নিতে পারেনা।
ছাত্রদলের নেতৃদ্বয় অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবী জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: