হাফেজি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীর গলাকাটা লাশ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি হাফেজি মাদ্রাসা থেকে এক শিশু শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ
প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি হাফেজি মাদ্রাসা থেকে এক শিশু শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের আল্লামা শাহ আছিয়র রহমান হেফজখানা ও এতিমখানা থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
নিহত ইফতেখার মালেকুল মুশফি একই ইউনিয়নের ফকিরাখালী এলাকার আব্দুল মালেকের ছেলে।
নিহত আশফির বড় ভাই ইমতিয়াজ মালেকুল মাজেদ জানান, গত পাঁচ মাস ধরে ভাই আশফির ওই মাদ্রাসায় পড়ে। তবে সকালে জানানো হয়, সে নিখোঁজ।
তবে মাদ্রাসার হুজুরের পিটুনি খেয়ে পাঁচ ছাত্র কিছুদিন আগে শহরে পালিয়ে গিয়েছিল। তবে আমি হুজুরকে অনুরোধ করেছি, আমার ভাইকে মারবেন না, আমার ভাইকে আমি নিজেই শাসন করব।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম।
তিনি জানান, মাদ্রাসার দ্বিতীয় তলায় ওই শিশুর গলাকাটা লাশ পাওয়া গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, সকালে সবক দেয়ার পর থেকে ওই শিশু নিখোঁজ ছিল। এরপর বেলা ১১টার দিকে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশ পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।
মাদ্রাসা পরিচালক সৈয়দ শহিদুল্লাহ ফারুকী বলেন, মাদ্রাসা মূলত নিচতলায় ওপরের ওই রুমটা জরুরি হলে ব্যবহার করা হয়।
সকালে সবক দেয়ার পর খাবারও নাকি খেয়েছে ওই শিশু। পরে তাকে আর পাওয়া যাচ্ছিল না। ওর বাসায়ও খবর দেয়া হয়েছিল। পরে খোঁজাখুঁজির পর মাদ্রাসার দ্বিতীয় তলায় পাওয়া গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews