সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
প্রথম নিউজ, পাবনা: পাবনার সুজানগর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. জালাল উদ্দিন মিয়া (৬৫) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিহত হয়েছেন। রোববার (৯ জুলাই) দুপুর ১২ টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোবরার সকাল ৬টার দিকে উপজেলার আমিনপুর থানার আহম্মেদপুর ইউনিয়নের ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল উদ্দিন আহম্মেদপুর গ্রামের মৃত ইরাদ আলী মিয়ার ছেলে। তিনি (২০০৩-২০০৮) সাল পর্যন্ত আহম্মেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে মো. জালাল উদ্দিন ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে উঠতেই পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
আহম্মেদপুর ইউনিয়ন পরিষদের (সচিব) আশরাফুল ইসলাম বলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাসের ধাক্কায় এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন।
মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।