সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪ সেনা

সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় এলাকা ও মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪ সেনা
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪ সেনা-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলীয় এলাকা ও মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী। হামলায় ৪ জন সিরীয় সেনাসদস্য নিহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে এই হামলা চলানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্তসিরীয় সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে সানার প্রতিবেদনে।

রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থাকে সিরিয়ার এক সেনা কর্মকর্তা বলেন, ‘শনিবার ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় অঞ্চল ও মধ্যাঞ্চলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা করেছে ইসরায়েলি বিমানবাহিনী। এতে সিরিয়ার ৪ সেনাসদস্য আহত হয়েছে। প্রথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বানিয়াস এলাকা থেকে এই হামলা পরিচালিত করা হয়েছে।’

মধ্যপ্রাচ্যের গোলান হাইটস অঞ্চলের এলাকা বানিয়াস নিয়ে গত কয়েক দশক ধরে বিরোধ চলছে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে। বানিয়াসের কিছু অংশ সিরিয়ার নিয়ন্ত্রণে এবং বাকি অংশ ইসরায়েলের দখলে রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom