সিরাজগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন 

সিরাজগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন 

প্রথম নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নককায় বিকল হওয়া একটি সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দিয়েছে মুখে মাস্কধারী দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঠিক নলকা ব্রিজের পশ্চিম পাড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ ঢাকা পোস্টকে বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী আকিজ সিমেন্ট বোঝাই একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা ব্রিজ এলাকায় বিকল হয়ে পড়ে। বিকল হয়ে পড়লে ট্রাকটির চালক ও সহকারী মিলে ঠিক করার চেষ্টা করছিল। এ সময় হঠাৎ কয়েকজন মুখে মাস্কধারী কয়েকজন দুর্বৃত্তরা এসে ট্রাকের সামনের কেবিনে আগুন ধরিয়ে দেয়। এতে আগুন ধরে কেবিনের পুরো অংশ পুড়ে যায়। ট্রাক চালক ও সহকারী ভয় পেয়ে আত্মরক্ষার্থে পালিয়ে যায়। 

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে দুর্বৃত্তদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।