সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাই বেড়েছে: ডিবি
মানুষের চলাচল বেড়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেড়েছে।
প্রথম নিউজ, ঢাকা: করোনার প্রাদুর্ভাব পরবর্তী সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্প্রতি চুরি ও ছিনতাই বেড়ে গেছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা জানান।
হাফিজ আক্তার বলেন, রাজধানীতে করোনায় অনেক দিন সবকিছু বন্ধ থাকার কারণে হঠাৎ করেই জনসমাগম বেড়ে গেছে। মানুষের চলাচল বেড়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেড়েছে। এর সঙ্গে সঙ্গে ছিনতাই বেড়ে গেছে, এটা অস্বীকার করার কিছু নেই। অনেক জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
বাসা-বাড়ি ও মার্কেটের আশপাশে ব্যক্তিগত উদ্যোগে সিসিটিভি ক্যামেরা লাগালে ছিনতাই ও চুরির ঘটনা কমে আসবে। আমরা ডিএমপি থেকেও ব্যাপকভাবে সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি।
তিনি বলেন, যে কোনো ঘটনা ঘটলেই ডিবি চেষ্টা করে ঘটনার শনাক্ত করতে। আগের চেয়ে ডিবি অনেক ডিজিটাল প্ল্যাটফর্মে সক্ষমতা ও ডাটা এনালাইসিস কার্যক্রম বৃদ্ধি করেছে। যখনই ঘটনা ঘটে তৎক্ষনাৎ যদি স্থানীয় থানায় কিংবা ডিবিতে জানানো হয় তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে ছিনতাই বেশি হলেও আমরা সঙ্গে সঙ্গে এর ব্যবস্থা নিচ্ছি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: