স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে
মুন্সীগঞ্জের শ্রীনগরে শেখ ছলিম (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে
প্রথম নিউজ, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরে শেখ ছলিম (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোকসানা বেগমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার দুপুরে স্ত্রী রোকসানা বেগম ঝাড়ু ও লাঠি দিয়ে ছলিমকে পেটাতে থাকেন। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরে শেখ ছলিমকে মারধর করে তার স্ত্রী। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোকসানা বেগমকে আটক করা হয়েছে।