সিবিআই-এর কাজ নিয়ে মোদিকে মমতা ও শুভেন্দুর পৃথক চিঠি
মমতা মোদিকে চিঠি দিয়েছেন, কেন্দ্রীয় সরকার যেভাবে বিরোধী নেতাদের সম্পর্কে একের পর এক অনুসন্ধান চালাচ্ছে সে ব্যাপারে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলাদাভাবে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয় একই-সিবিআই। তবে, দু’জনের চিঠির বিষয়বস্তু আলাদা। মমতা মোদিকে চিঠি দিয়েছেন, কেন্দ্রীয় সরকার যেভাবে বিরোধী নেতাদের সম্পর্কে একের পর এক অনুসন্ধান চালাচ্ছে সে ব্যাপারে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া কিংবা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে যেভাবে অনুসন্ধান চালানো হয়েছে মমতা তার প্রতিবাদ জানিয়েছেন। চিঠিতে মমতা নরেন্দ্র মোদিকে লিখেছেন, যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দেয়া হয়েছে বিরোধী নেতাদের পেছনে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
শুভেন্দু অধিকারী তার চিঠিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়। তাই, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। দশ বছর ধরে মমতা বন্দোপাধ্যায় অনৈতিক কাজ করে যাচ্ছেন, কিন্তু সিবিআই কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারছে না। এটা মেনে নেয়া যায় না। নরেন্দ্র মোদিকে সিবিআই নিয়ে দুই নেতা-নেত্রীর চিঠি রাজনৈতিক মহলে বেশ সাড়া ফেলেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: