সিফাত হত্যার বিচারের দাবিতে উত্তরায় সড়কে মানববন্ধন
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজলক্ষ্মী এলাকায় উত্তরা ৫০ নং ওয়ার্ডের বাসিন্দারা এ কর্মসূচি পালন করছেন।
প্রথম নিউজ, ঢাকা: প্রকৌশলী মোসাব্বির হোসেন সিফাতকে (৩৬) হত্যার বিচারের দাবিতে সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন কর্মসূচির কারণে বিমানবন্দর থেকে উত্তরগামী সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজলক্ষ্মী এলাকায় উত্তরা ৫০ নং ওয়ার্ডের বাসিন্দারা এ কর্মসূচি পালন করছেন। সরেজমিন দেখা যায়, দুপুর ১২টা থেকে স্থানীয় বাসিন্দারা রাজলক্ষ্মীতে রাস্তা অবরোধ করে সিফাত হত্যার দাবিতে মানববন্ধন করছেন। এ কারণে বিমানবন্দর থেকে উত্তরাগামী সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের উত্তরা বিভাগের এসি মো. সাখাওয়াত বলেন, প্রকৌশলী সিফাত হত্যার বিচারের দাবিতে উত্তরা ৫০ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে মানববন্ধন করছেন। তাদের মানববন্ধনের কারণে রাস্তায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ঘটনাস্থলে আমাদের লোক কাজ করছে। লোকজনকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।