স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

প্রথম নিউজ, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে আকলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার চুকাই বাড়ি ইউনিয়নের নয়াগ্রাম স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 


আকলিমা উপজেলার বাহাদুরা বাদ ইউনিয়নের খুটার চর গ্রামের আলী হোসেনের মেয়ে। তার স্বামী উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়া গ্রামের মুল্লুক মিয়ার ছেলে।


আকলিমার মা বেহুলা বেগম জানান, ‘সাত বছর আগে মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাকে নির্যাতন করা হতো। নির্যাতন সহ্য করতে না পেরে তাকে আমাদের বাড়িতে নিয়া যাই। ১১ দিন আগে তাকে ফিরিয়ে নিয়ে যায়। তারা আমার মেয়েকে হত্যা করেছে, আমি বিচার চাই।’

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।