সৌঁতিজালে আটকে ছিল নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ
প্রথম নিউজ, নাটোর : নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের রাণীনগর ব্রিজের স্লুইসগেট এলাকা থেকে সৌঁতিজালে জড়ানো অবস্থায় মরদেহটি স্থানীয়রা উদ্ধার করেন।
নিহত মাদরাসাছাত্র মো. কাওছার আহমেদ (১৪) রাণীনগর উজানপাড়ার হাবিবুর রহমানের ছেলে ও তেলিগ্রাম দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা যায়, রাণীনগর ব্রিজের স্লুইসগেটে একটি সৌঁতিজাল পরিচালনা করছেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. আইয়ুব আলী, হায়দার আলী, মনসুর রহমানসহ বেশ কয়েকজন। নদীতে গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গোসল করতে যায় কাওছার আহমেদ। তারপর থেকে সে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সৌঁতিজালে জড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, গোসল করতে গিয়ে সৌঁতিজালে পেঁচিয়ে কাওছারের মৃত্যু হয়েছে। এর আগেও সৌঁতিজালে পেঁচিয়ে মারা যায় সেলিম (১০ বছর আগে সৌঁতিজালে জড়িয়ে মারা যান স্থানীয় মো. আইয়ুব আলীর ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সেলিম)। তবুও অবৈধ সৌঁতিজালে মাছ শিকার বন্ধ হচ্ছে না। এ ঘটনায় প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
তবে সৌঁতিজাল পরিচালনাকারী হায়দার আলী বলেন, সে (কাওছার আহমেদ) সৌঁতিজালে জড়িয়ে মারা যায়নি। এছাড়া আমি সৌঁতিজালের সঙ্গে সম্পৃক্ত নই।
এ বিষয়ে সিংড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, মাদরাসাছাত্র কাওছার আহমেদ গতকাল নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। আজ সকালে সৌঁতিজালে জড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মাছ শিকারে নিষিদ্ধ সৌঁতিজালের ব্যবহার বন্ধে প্রশাসনের ভূমিকা সম্পর্কে জানতে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।