সাজ্জাদ হোসেন রুবেলের গ্রেফতারে যুবদলের নিন্দা ও প্রতিবাদ
গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন।
প্রথম নিউজ, ঢাকা: জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখা যুবদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন রুবেলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনা মহামারীর নামে বিরোধী দলীয় রাজনীতির পথরুদ্ধ করার জন্য নানারকম বিধিনিষেধ দিয়ে প্রতিবন্ধকতা তৈরী করছে, অন্যদিকে অব্যাহত ভাবে ঢাকাসহ সারাদেশ থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন করছে।
নেতৃদ্বয় বলেন, ফ্যাসিবাদি সরকার ক্ষমতা হারানোর ভয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের গায়েবী মামলায় গ্রেফতার, নির্যাতন, গুম, খুন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা আবার ভয় ভীতি দেখিয়ে অতীতের ন্যায় টিকে থাকার খেলায় মেতেছে। এসব নোংড়ামির পথ পরিহার করে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: