স্কুলছাত্রীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪ 

অভিযান চালিয়ে আসামি রনি, রাব্বি, নাছির ও খান বোর্ডিংয়ের ম্যানেজার চাঁনমিয়াকে গ্রেফতার করে পুলিশ। 

স্কুলছাত্রীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪ 
প্রতীকী ছবি

প্রথম নিউজ, ঢাকা: প্রেমের সম্পর্ক গড়ে তোলে ঝালকাঠি শহরের এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে রাতভর আটকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পরপরই অভিযুক্ত তিন আসামিসহ মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে (২৮ ফেব্রুয়ারি) শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়- শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে রনি নামের এক যুবক প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এর সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত রাব্বি নামের এক যুবক ওই ছাত্রীর মোবাইলফোনে কল দিয়ে তাকে বাসা থেকে ডেকে এনে জোরপূর্বক মোটরবাইকে তুলে নেয়। এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোর্ডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে রাতভর ধর্ষণ করে রনি, রাব্বি, নাছির ও খান বোর্ডিংয়ের ম্যানেজার চাঁনমিয়া। পরদিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে ঘটনা জানায়। পরে ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় এসে অভিযোগ দায়ের করেন। এর পরপরই অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে আসামি রনি, রাব্বি, নাছির ও খান বোর্ডিংয়ের ম্যানেজার চাঁনমিয়াকে গ্রেফতার করে পুলিশ। 

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom