স্কটল্যান্ডকে হারিয়ে প্রতিশোধ নিল স্পেন
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: চেনা আঙিনায় শুরু থেকে দাপট দেখাল স্পেন। কাঙ্ক্ষিত গোলের দেখাই শুধু মিলছিল না। দ্বিতীয়ার্ধে আনন্দের উপলক্ষ এনে দিলেন অধিনায়ক আলভারো মোরাতা। শেষ দিকে গোল মিলল আরেকটি। স্কটল্যান্ডকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল স্প্যানিশরা।
সেভিয়ায় বৃহস্পতিবার রাতে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্পেন।মোরাতা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর অভিষেকে জালের দেখা পান ওইয়ান সানসেত। বাছাইয়ে টানা পাঁচ জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ স্পেল স্কটল্যান্ড। গত মার্চে প্রথম দেখায় স্কটিশদের মাঠে ২-০ গোলে হেরেছিল স্পেন।
৭৩তম মিনিটে দারুণ গোলে ‘ডেডলক’ ভাঙেন মোরাতা। ডান দিক থেকে হেসুস নাভাসের ক্রসে ছয় গজ বক্সে নিচু হয়ে হেডে লক্ষ্যভেদ করেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড।
নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে ব্যবধান বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করেন সানসেত। বাঁদিকে আলগা বল পেয়ে বক্সে বাড়ান হোসেলু। দ্বিতীয়ার্ধে বদলি নামা সানচেসকে বাধা দেওয়ার চেষ্টায় স্লাইড করেন স্কটল্যান্ডের একজন। তবে বল চলে যায় জালে।
এই ম্যাচে হার এড়ালেই প্রথম দল হিসেবে বাছাই পেরিয়ে আগামী বছর জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর মূল পর্বের টিকেট পেত স্কটল্যান্ড। অপেক্ষা বাড়ল তাদের।