সুইডিশ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

সুইডিশ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম নিউজ, ঢাকা  : সুইডেনের পররাষ্ট্রবিষয়ক ক্রস পার্টির সংসদীয় কমিটি রিক্সড্যাগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিন্ত্রী মো. শাহরিয়ার আলম। তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুর পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন।

শুক্রবার (১৭ জুন) স্টকহোমে সুইডিশ ক্রস পার্টির সংসদীয় কমিটির সঙ্গে এ সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন। উভয়পক্ষ বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ,
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, শ্রম খাতে বাংলাদেশের জাতীয় কর্মপরিকল্পনা, আইটি খাতে দুই দেশের মধ্যে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশ-ইইউ ৫০ বছর সম্পর্কের বিষয়ে মতবিনিময় করেন।  

এছাড়া রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনের যুদ্ধ, ইন্দো-প্যাসিফিক ইস্যু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন উদ্বেগের বিষয়ে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী সুইডিশ সংসদীয় কমিটিকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি গত ১৪ বছরে বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং বাংলাদেশের ভিশন-২০৪১ রূপকল্পের কথা তুলে ধরেন।


এ সময় সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহেদী হাসান উপস্থিত ছিলেন।