শহীদ জিয়ার বাংলাদেশ এবং বেগম খালেদা জিয়া- বাংলাদেশ "শীর্ষক" বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহীদ জিয়ার বাংলাদেশ এবং বেগম খালেদা জিয়া- বাংলাদেশ "শীর্ষক" বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গত ১৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯ .৩০ মিনিটে গফরগাঁও-পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে শহীদ জিয়া ও বাংলাদেশ এবং বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-গফরগাঁও-পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী  মোহাম্মদ মানিক। সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর হাসান সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- গফরগাঁও-পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও সাংগঠনিক অভিভাবক। অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয় এর  উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ।

ভার্চুয়াল এই বক্তৃতা প্রতিযোগিতায় সাত জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন  তারা হলেন- কামরুজ্জামান বাবলু, তাহের উদ্দিন লিটন, আকরাম হোসেন মৃধা, পায়েল আহমেদ, কামরুজ্জামান চঞ্চল, পারভেজ মোস্তফা ও শামীম হোসেন। অতিথি বিচারক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী উনার বক্তব্যে তিনি বলেন গফরগাঁও-পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত,   প্রবাসী ফোরাম গঠন এবং বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করাই নেতৃবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি ।   

 বক্তব্যে শিক্ষাবিদ আরো বলেন, ভবিষ্যতে এই প্রবাসী ফোরামের উদ্যোগে গফরগাঁও উপজেলা এবং পাগলা থানার কৃতি ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান কর্মসূচি চালু করার জন্য প্রস্তাব করেন । এরপর তিনি ফলাফল ঘোষণা করেন সেরা বক্তা হিসেবে প্রথম হয়েছেন- মো: আকরাম হোসেন মৃধা, দ্বিতীয় হয়েছেন- পারভেজ মোস্তফা, তৃতীয় হয়েছেন- মো: তাহের উদ্দিন লিটন।

এদিকে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও সাংগঠনিক অভিভাবক বলেন জয় পরাজয় বড় কথা নয় প্রতিযোগীতায় অংশ গ্রহণ করা বড় কথা, সুন্দর বক্তব্য রাখায় সবাই কে ধন্যবাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা যুবদল নেতা মুহিউদ্দিন সুমন, গফরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব- রিজভী সরকার , গফরগাঁও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব-আব্দল্লাহ আল রায়হান অপু, পাগল থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক- মমিনুল ইসলাম ,  প্রবাসী ফোরামের উপদেষ্টা আরিফুল ইসলাম কাজল সহ গফরগাঁও-পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা পরিষদ, সম্পাদক মন্ডলী, সদস্যবৃন্দ ও বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীর।

সব শেষে গফরগাঁও-পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের ও অনুষ্ঠানের সভাপতি সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।