শাসকগোষ্ঠী নেতাকর্মীদেরকে আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত করে দুঃশাসন কায়েম রেখেছে: বিএনপি

তিনি বলেন, জনগণ এখন ঐক্যবদ্ধ, যেকোন মূহুর্তে জনগণের প্রবল ¯্রােত আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

শাসকগোষ্ঠী নেতাকর্মীদেরকে আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত করে  দুঃশাসন কায়েম রেখেছে: বিএনপি
বিএনপির লগো

প্রথম নিউজ, ঢাকা: বর্তমান শাসকগোষ্ঠী নির্যাতন-নিপীড়ণের মাধ্যমে দেশবাসীসহ বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত করে ভয়ঙ্কর দুঃশাসন কায়েম রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনের বাসভবনে হামলা ও ভাংচুর, গোলাম ফারুক খোকনের পিতা থানা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসান আলীর সঙ্গে অশালীন আচরণ, গুলিবর্ষণ এবং নেতাকর্মীদেরকে ব্যাপক মারপিট করে আহত করার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী অবৈধ সরকারের টিকে থাকার একমাত্র উপায় হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, গ্রেফতার, কারান্তরীণ ও দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন। বর্তমান শাসকগোষ্ঠী নির্যাতন-নিপীড়ণের মাধ্যমে দেশবাসীসহ বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত করে ভয়ঙ্কর দুঃশাসন কায়েম রেখেছে।

তিনি বলেন, গতকাল নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও নেতাকর্মীদেরকে আহত করার ঘটনা বর্তমান সরকারের চলমান হিংসাশ্রয়ী ও সন্ত্রাসনির্ভর রাজনীতিরই বহিঃপ্রকাশ। দমন-পীড়ণ চালিয়ে দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপি-কে নিশ্চিহ্ন করে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্খা এদেশের গণতন্ত্রমণা ও স্বাধীনতাকামী জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবেনা। জনগণ এখন ঐক্যবদ্ধ, যেকোন মূহুর্তে জনগণের প্রবল ¯্রােত আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

বিএনপি মহাসচিব বলেন, গতকাল নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সম্মেলনে যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।