শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী শ্রমিক, গ্রেফতার ২

মঙ্গলবার (২০জুন) দুপুরে এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শ্রীপুর থানায় তিন ধর্ষকের বিরুদ্ধে মামলা করেন।

শ্রীপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী শ্রমিক, গ্রেফতার ২

প্রথম নিউজ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বন্ধুকে মারধর করে বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০জুন) দুপুরে এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে শ্রীপুর থানায় তিন ধর্ষকের বিরুদ্ধে মামলা করেন। এর আগে সোমবার (১৯জুন) রাত নয়টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে। মামলায় অভিযুক্তরা আবদার গ্রামের মো. দেলোয়ার হোসেন (২৩), ইমন হোসেন (২১)ও মো. উজ্জ্বল (২১)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, ভিকটিম শ্রীপুরের পাশের ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকার সু-নিডার্স ফুট ওয়্যার লি: নামের একটি কারখানায় চাকরি করে। সোমবার রাত নয়টায় কর্মস্থল থেকে বন্ধুর সাথে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে অভিযুক্তরা তার বন্ধুকে মারধর করে তাড়িয়ে দেয়। অভিযুক্তরা ভিকটিমকে পাশের একটি বাগানের নির্জন স্থানে নিয়ে হত্যার ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে।

তিনি বলেন, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দেলোয়ার ও ইমনকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের আদালতে উপস্থাপন করা হয়, আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে।