শ্রীপুরে প্রবাসীর বাড়িতে গুলির ঘটনায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
গতকাল রবিবার শ্রীপুর থানা পুলিশ ও র্যাব পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল মহড়া দিয়ে প্রবাসী এবং শিক্ষকের বাড়িতে গুলির ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। কিশোর গ্যাংয়ের সদস্যরা নির্জন জঙ্গলে বসে নাশকতার পরিকল্পনার সময় অভিযান চালিয়ে তাদের আটক করেছে পুলিশ। অভিযানের খবর পেয়ে র্যাবের টহল টিম একজনকে আটক করে। এ সময় কিশোর গ্যাংয়ের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আটকরা বেশিরভাগ অস্ত্র আইনের মামলার আসামি।
গতকাল রবিবার শ্রীপুর থানা পুলিশ ও র্যাব পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলেন, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের সাব্বির হোসেন, সাগর, সোহেল রানা, মো. ফরহাদ, শাকিল আহমেদ ও হৃদয় সরকার। তাদের মধ্যে সাব্বির হোসেন দৌড়ে পালিয়ে যাওয়ার সময় র্যাবের টহল দল তাকে আটক করে।
উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের শফিকমোড় সড়কে মোটরসাইকেল মহড়া দিয়ে জনৈক সৌদি প্রবাসী মাহবুব আলম ও কলেজ শিক্ষক শিপুল খন্দকারের বাসায় গুলি ছোড়ে। এছাড়াও কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে কিশোরগ্যাং সদস্যরা।