শীতলক্ষ্যা নদীতে থেমে থাকা ফেরীর সাথে নৌকার ধাক্কায় নিহত ৩

শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রা‌তে বন্দ‌রের নবীগঞ্জ ফেরী ঘাট এলাকায় এক‌টি ফেরীর সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডু‌বে যাওয়া নৌকার মা‌ঝি আলমগীর ওর‌ফে খোকা‌কে আটক ক‌রে‌ছে নৌ থানা পু‌লিশ।

শীতলক্ষ্যা নদীতে থেমে থাকা ফেরীর সাথে নৌকার ধাক্কায় নিহত ৩

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী‌তে ইঞ্জিন চালিত এক‌টি নৌকা ডুবে ১ স্কুল ছাত্রসহ ৩ জন নিহত হ‌য়ে‌ছে। শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রা‌তে বন্দ‌রের নবীগঞ্জ ফেরী ঘাট এলাকায় এক‌টি ফেরীর সঙ্গে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডু‌বে যাওয়া নৌকার মা‌ঝি আলমগীর ওর‌ফে খোকা‌কে আটক ক‌রে‌ছে নৌ থানা পু‌লিশ।

নিহতরা হ‌লেন নারায়ণগ‌ঞ্জের খানপুর এলাকার মে‌হেদী হাসা‌নের ছে‌লে জি‌মি (২০), একই এলাকার জিয়া রহমানের ছে‌লে শাওন (১৬) এবং শাহজাজা‌নের ছেলে রিফাত (১৭)। নিহত‌দের ম‌ধ্যে রিফাত নারায়ণগঞ্জ আই‌ ই টি সরকা‌রি বালক উচ্চ বিদ‌্যাল‌য়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

প্রত‌্যক্ষদর্শী এক যাত্রী ব‌লেন, শুক্রবার রাত ৯ টায় বন্দ‌রের নবীগঞ্জ ফেরী ঘাট থে‌কে হাজীগঞ্জ ঘা‌টে যে‌তে ১৪ জন আলমগীরের নৌকায় উ‌ঠে। নৌকার সাম‌নের অং‌শে যাত্রী বে‌শি থাকায় সাম‌নের অংশ‌টি দে‌বে ছিল। এরই ম‌ধ্যে ই‌ঞ্জিন চা‌লিত নৌকা‌টি থে‌মে থাকা ফেরীর সঙ্গে ধাক্কা লেগে ডু‌বে যায়। নৌকা ডু‌বির ২ ঘন্টাপর রাত ১১টার দি‌কে নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থে‌কে শাওন ও জি‌মির লাশ উদ্ধার করা হয়। রাত ১২টায় উদ্ধার হয় রিফাতের লাশ। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন আহম্মদ ব‌লেন, রাত সাড়ে ৯টার দি‌কে নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ হওয়া ৩ জ‌নের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। নারায়ণগঞ্জ নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন ব‌লেন, এ ঘটনায় নৌকার মা‌ঝি আলমগীর‌কে অ‌তি‌রিক্ত যাত্রী তোলার অ‌ভি‌যো‌গে আটক করা হ‌য়ে‌ছে। ‌নৌকায়  থাকা ৩ যাত্রীর লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom