লুহানস্কে রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত, নিহত ৪
ইউক্রেনে লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্কে রুশ বাহিনীর গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : ইউক্রেনে লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্কে রুশ বাহিনীর গোলাবর্ষণে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর সেরহে হাইদাই।
বুধবার রুশ বাহিনীর হামলার এ তথ্য সংবাদমাধ্যমকে তিনি নিশ্চিত করেন। খবর আলজাজিরার।
সেরহে হাইদাই বলেন, সেভেরোদোনেৎস্কে বুধবার খুব সকাল থেকেই গোলাবর্ষণ করা হয়েছিল। কিছু জায়গায় শক্তিশালী গোলাগুলির কারণে উদ্ধারকারীরা দুই ঘণ্টা ধরে আগুন লাগার জায়গায় যেতে পারেনি। হামলায় অন্তত আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, লাগাতার হামলায় চারজন নিহত, আরও তিনজন আহত হয়েছে। সকালে শহরের পুরানো জেলাগুলোতে এই গোলাবর্ষণ ঘটে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে এরই মধ্যে ৪১০ কোটি ডলার সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই যুদ্ধে ইউক্রেনের অনেক শহর ধ্বংস হয়ে গেছে। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ এবং হতাহত হয়েছেন প্রায় ৮ হাজার মানুষ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews