প্রথম নিউজ, খেলা ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার (৫ জুলাই) কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচে উত্তেজনা, নাটকীয়তা, ইনজুরি ও লাল কার্ডের ঝড়ে জয় ছিনিয়ে নেয় দল দুটি। একদিকে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারায় পিএসজি, অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠে রিয়াল।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত পিএসজি-বায়ার্ন ম্যাচে প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণেও গোলশূন্য ছিল দুই দল। দ্বিতীয়ার্ধে জমে ওঠা লড়াইয়ে ম্যাচের ৭৮তম মিনিটে দেজিরে দুয়ে ও যোগ করা সময়ে উসমান দেম্বেলের গোলে জয় নিশ্চিত করে লুইস এনরিকের দল। তবে ম্যাচে দুটি লাল কার্ড দেখে নয়জনের দলে পরিণত হয় ফরাসি ক্লাবটি। প্রথমে উইলিয়ান পাচো ও পরে লুকাস হার্নান্দেজ সরাসরি লাল কার্ড দেখেন। এদিকে ম্যাচেই ভয়াবহ ইনজুরিতে মাঠ ছাড়েন বায়ার্নের তরুণ ফরোয়ার্ড জামাল মুসিয়ালা।
বল দখলে এগিয়ে ছিল বায়ার্ন (৫৫ শতাংশ), তারা নেয় ১৩টি শট, যার ৫টি ছিল লক্ষ্যে। পিএসজিও সমান ৫টি লক্ষ্যে শট নেয় মোট ১১টি থেকে। তবু শেষ হাসি হেসেছে তারা। উল্লেখযোগ্য ছিল ম্যানুয়েল নয়্যারের একের পর এক সেভ, তবে জয় ঠেকাতে পারেননি।
অন্যদিকে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল-ডর্টমুন্ড ম্যাচ ছিল নাটকীয়তায় ভরপুর। ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছায় লস ব্লাঙ্কোসরা। দশম মিনিটে গঞ্জালো গার্সিয়া ও ২০তম মিনিটে ফ্রাঙ্কো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ রিয়ালের হাতে থাকলেও যোগ করা সময়ে নাটকীয়তা শুরু হয়।
প্রথমে রুডিগারের ভুলে ম্যাক্সিমিলিয়ান বেইয়ের গোল করেন, এরপর এমবাপে বাইসাইকেল কিকে ব্যবধান ৩-১ করেন। কিন্তু শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গুইরাস্সি গোল করে ব্যবধান কমান ৩-২ তে। এর মধ্যেই রিয়ালের নতুন সাইনিং ডিন হুইজসেন লাল কার্ড দেখেন, যেটি সেমিতে তাদের জন্য বড় ধাক্কা।
এই জয়ের মাধ্যমে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার দিবাগত রাত ১টায়। ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তির লড়াই ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।