লালবাগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বরাত (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছে

লালবাগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা
লালবাগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর লালবাগ থানার শহীদনগর এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বরাত (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

বুধবার (১ মার্চ) বিকেল ৪টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

মৃত বরাতের স্ত্রী নুসরাত তিশা পোস্টকে বলেন, তুচ্ছ বিষয় নিয়ে তার সঙ্গে আমার ঝগড়া হয়। পরে আমার মায়ের বাসায় জামা-কাপড় আনতে যাই। জামা-কাপড় নিয়ে বাসায় এসে দেখি সে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা বর্তমানে লালবাগ থানার শহীদনগর এলাকার ১০ নম্বর গলির একটি বাসায় ভাড়া থাকতাম। আমাদের বাড়ি পটুয়াখালী সদর থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে জানিয়েছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: