লেবাননের গভর্নরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফ্রান্সের
প্রথম নিউজ, ডেস্ক : লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান রিয়াদ সালাহমের বিরুদ্ধে গ্রেফতারি পরয়োনা জারি করেছে ফ্রান্সের প্রসিকিউটররা। দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইনের লঙ্ঘন দাবি করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি আপিল করার কথাও জানান।
৭২ বছর বয়সী সালাহমের বিরুদ্ধে জালিয়াতি, অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কয়েকটি দেশে তদন্ত চলছে। কর্মরত অবস্থায় তিনি যে সম্পদের মালিক হয়েছেন তা খতিয়ে দেখছেন ইউরোপের তদন্তকারীরা। এ নিয়ে মঙ্গলবার প্যারিসে শুনানির দিন ধার্য ছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স, জার্মানি এবং লুক্সেমবার্গের ইউরোপের একটি বিচার বিভাগীয় দল তার অবৈধভাবে সম্পদ গড়ে তোলা এবং ৩০ কোটির বেশি কথিত মানি লন্ডারিংসহ একাধিক আর্থিক অপরাধের দুর্নীতির তদন্ত চালাচ্ছে।
দেশের বাইরেও প্রচুর বিনিয়োগ রয়েছে তার। এসব সম্পত্তির উৎস এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাব-নিকাশ নিয়ে গত মাসে জিজ্ঞাসাবাদ করে ইউরোপের প্রতিনিধি দল। কিন্তু নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার আসছেন তিনি।
২০১৯ সালের নভেম্বর থেকেই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে লেবানন। যার মধ্যে ছিল মুদ্রার চরম অবমূল্যায়ন এবং জ্বালানি ও চিকিৎসা ঘাটতি। চলমান সংকট উত্তরণ না করার পেছনে দুর্নীতিকেও দুষছে সাধারণ মানুষ।