রমিজ রাজাকে এক হাত নিলেন ওয়াসিম আকরাম
এশিয়া কাপের আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একহাত নিয়েছিলেন রমিজ রাজা
প্রথম নিউজ, ডেস্ক : এশিয়া কাপের আয়োজন নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) একহাত নিয়েছিলেন রমিজ রাজা। তাকে সরিয়ে নাজাম শেঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার পর পরিস্থিতি বদলেছে। এখন এশিয়া কাপ নিয়ে সহনশীল অবস্থান নিয়েছে পাকিস্তান। ওয়াসিম আকরাম বুঝিয়ে দিলেন, বোর্ড প্রধান হওয়ার যোগ্য ছিলেন না রমিজ।
এ বছর পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু ভারত সেদেশে খেলতে যেতে চায় না। তাই কোনো নিরপেক্ষ দেশে এশিয়া কাপ হতে পারে। পিসিবির চেয়ারম্যান থাকার সময় রমিজ বলেছিলেন, এশিয়া কাপ খেলতে ভারত যদি পাকিস্তানে না যায়, তাহলে বিশ্বকাপ খেলতে ভারতেও যাবে না পাকিস্তান। নাজাম বলেছেন, আগামী ৪ ফেব্রুয়ারি এ ব্যাপারে ভারতের সঙ্গে বৈঠক হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: