প্রথম নিউজ, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের চলমান সমস্যা নিরসনে ৫ দফা দাবি উত্থাপন করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে জোট নেতারা এসব দাবি জানান।
জোটের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, নতুন হল নির্মাণ করে শতভাগ আবাসিকতা নিশ্চিত ও গণরুম চালু রাখা, হল ডাইনিংয়ে ভর্তুকি দিয়ে পুষ্টিকর খাবার সরবরাহ, বধ্যভূমি-জিয়া হল ও স্টেশন বাজার-বিনোদপুর সড়ক দ্রুত সংস্কার, ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা, পর্যাপ্ত ডাক্তার-নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা উপকরণ নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে ছাত্র সংসদ নির্বাচন এবং সাম্প্রতিক সহিংসতার তদন্ত ও বিচার।
সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ফুয়াদ রাতুল লিখিত বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয়নি। বরং পূর্ববর্তী প্রশাসনের নীতিই চলছে। রাকসু নির্বাচন সামনে রেখে কিছু সংগঠন জনসংযোগ করলেও, মূল সংকটের সমাধানে কার্যকর ভূমিকা দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
এসময় ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ এবং বিপ্লবী ছাত্রমৈত্রীর সদস্য আল আশরাফ রাফি উপস্থিত ছিলেন।