রাতে ঢাকায় দু'ঘন্টার যাত্রা বিরতি করবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন কর্মকর্তাদের সিরিজ সফরের মধ্যেই ঢাকা আসছেন চীনের নতুন পররাষ্ট্র মন্ত্রী কিন গ্যাং

প্রথম নিউজ, অনলাইন : মার্কিন কর্মকর্তাদের সিরিজ সফরের মধ্যেই ঢাকা আসছেন চীনের নতুন পররাষ্ট্র মন্ত্রী কিন গ্যাং। আজ মধ্যরাতে ঢাকায় প্রায় দু' ঘণ্টার যাত্রা বিরতি করবেন তিনি। আফ্রিকার পাঁচ দেশ সফরে যাওয়ার পথে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যাত্রা বিরতি করার আগ্রহ ব্যক্ত করেছেন বলে নিশ্চিত করেছে সেগুনবাগিচা। জানিয়েছে, বেইজিংয়ের আগ্রহের প্রতি সম্মান জানিয়ে যাত্রা বিরতির পুরো সময় বিমানবন্দরে তাকে সঙ্গ দিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শীতের রাত যত গভীরই হোক না কেন মন্ত্রী মোমেন প্রথম বারের মত ঢাকায় আসা অতিথি কিন গ্যাংকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বলে নিশ্চিত করেছেন ঢাকায় চীনা ডেস্কের কর্মকর্তারা। তারা জানিয়েছেন- চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। এখন পর্যন্ত যে শিডিউল রয়েছে তাতে (কুয়াশার যন্ত্রণা না হলে) পৌনে ১টা নাগাদ নামবেন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। ৩ টার দিকে তিনি ঢাকা ছেড়ে যাবেন। তার সফরটি সংক্ষিপ্ত এবং স্রেফ যাত্রা বিরতি হলেও এটার বহুমাত্রিক তাৎপর্য দেখছেন ঢাকার কর্মকর্তারা। তাদের মতে, বন্ধুত্বের বিশেষ বার্তা নিয়ে আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।
তার সঙ্গে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আনুষ্ঠানিক বৈঠক হবে। যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূতের দায়িত্ব সফলতার সঙ্গে সম্পন্ন করে বেইজিং ফিরে পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসা কিন গ্যাংয়ের সফর প্রসঙ্গে চীনের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে জানান, ইথিওপিয়া, গ্যাবন, অ্যাঙ্গোলা, বেনিন এবং মিশর আফ্রিকার ওই পাঁচ দেশ সফরে বেরিয়েছেন কিন গ্যাং। ৯ই জানুয়ারি থেকে ১৬ই জানুয়ারি তারিখ পর্যন্ত পাঁচ দেশ সফর হবে তার। প্রসঙ্গত চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২০১৭ সালের জানুয়ারিতে আফ্রিকা যাওয়ার পথে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় যাত্রা বিরতি করেছিলেন। সে সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তৎকালীন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। ২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের ঐতিহাসিক সফরের কয়েক মাসের মাথায় অনুষ্ঠিত ওই বিরতিতে প্রেসিডেন্ট শির সফরে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্র সচিব মিস্টার হকের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল তার।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews