রাতের আঁধারে গাছ চুরি, ঘুম ভাঙ্গেনি পউব‘র

প্রকল্পের বিভিন্ন সড়কের ধারে লাগানো সামাজিক বনায়নের মূল্যবান গাছ চুরি হচ্ছে দিন দিন। সরকারের লক্ষাধিক টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই।

রাতের আঁধারে গাছ চুরি, ঘুম ভাঙ্গেনি পউব‘র

প্রথম নিউজ,নীলফামারী: নীলফামারী ডালিয়া পানি উন্নয়ন বোর্ড দেশের বৃহত্তর সেচ প্রকল্প। ডালিয়া পয়েন্ট থেকে শুরু করে সেচ প্রকল্পের শেষ পর্যন্ত ক্যানেলের দুপাশে পরিবেশ রক্ষার জন্য লাগানো হয়েছে পরিবেশ বান্ধব গাছ। গাছে পাখির আবাসস্থলসহ স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী ডালপালা ও পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করেন। প্রকল্পের বিভিন্ন সড়কের ধারে লাগানো সামাজিক বনায়নের মূল্যবান গাছ চুরি হচ্ছে দিন দিন। সরকারের লক্ষাধিক টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই।

সম্প্রতি ডালিয়া সিলট্যাব থেকে ডালিয়া নতুন বাজারের পাশ থেকে বড় আকৃতির ১২টি, শৈলমারীপুল থেকে বাঘেরপুল সড়কের ধারে ৫-৭টি আকাশমনি ও মেহগনি গাছ চুরি হয়েছে। তবে প্রতিনিয়ত আকাশমনি, মেহগনি, কড়াইসহ মূল্যবান বড় বড় গাছ চুরি হলেও নজর নেই পওর বোর্ড বিভাগের।

ডালিয়া সিলট্যাব এলাকার বাসিন্দা এক নারী জানান, রাতের আঁধারে এলাকার কিছু প্রভাবশালী ছেলে গাছ কেটে নিয়ে যায়। এখানে কাটার পরে ক্যানেলে ভাসিয়ে নিয়ে যায়। আর বাইশপুকুর বাদিয়াপাড়া গ্রামের কয়েকজন খুব সকালে এসে বড় গাছ কেটে নিয়ে গেছে। বোর্ডের লোক মাঝে মাঝে আসে বনায়ন রক্ষার্থে কিন্তু কার্যকরী কোনো উদ্দ্যোগ নেই তাদের।

ডালিয়া শেলমারী এলাকার এক বাসিন্দা বলেন, ‘আমরা বাড়ির সামনে কয়েকটা বড় গাছ ছিল কিন্তু গত দুইদিনে পানি উন্নয়ন বোর্ডে ঠিকাদারদের লোকজন গাছগুলো কাউকে না জানিয়ে কেটে নিয়ে গেছে। যেভাবে গাছ চুরি হচ্ছে। এক একটি গাছের দাম না হলেও ১০ থেকে ১৫ হাজার টাকা মূল্যের হবে। যেভাবে গাছ কাটছে তাতে পরিবেশ র্ধ্বংসের পথে। একদিকে বন উজার অন্যদিকে বনায়নের জন্য নেই কোনো নতুন উদ্দ্যোগ।’

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আসফা-উদ্-দৌলা বলেন, ‘আমি এ বিষয় কিছু জানি না। তবে শুনলাম, টিম পাঠিয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom