রাতভর ইসরাইলি বিমান হামলায় ৮০ ফিলিস্তিনি নিহত
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর হওয়ার আগ পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: হামাস ইসরাইল সংঘাত শুরুর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা থামছেই না। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর হওয়ার আগ পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত এবং শতাধিকের বেশি আহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। বুধবার এক প্রতিবেদনে হামাসের বরাত দিয়ে জানানো হয়, রাতভর ইসরাইলি বিমান হামলায় মারা গেছেন অন্তত ৮০ জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। এবং শত শত লোক আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭ অক্টোবরে ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই দিনই পালটা আক্রমণ শুরু করে ইসরাইল। এর পর থেকে নির্বিচার হামলা চলছে। অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা।
গাজায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরাইলের নির্বিচার এ হামলায় এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ১৫ হাজারের বেশি মানুষ। নিহতের মধ্যে শিশুর সংখ্যাই দুই হাজার।
অন্যদিকে ইসরাইল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের দেশে নিহত মানুষের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন ৪ হাজারের বেশি। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬৩ সেনা ও পুলিশ সদস্য রয়েছেন।