রাজধানীতে বিএনপির ফুটবল টুর্নামেন্ট

শনিবার বিকেলে খিলক্ষেত নামাপাড়ার মালেক মাতাব্বর রোড কনকর্ড লেকসিটি-সংলগ্ন মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

রাজধানীতে বিএনপির ফুটবল টুর্নামেন্ট

প্রথম নিউজ, অনলাইন: এবার রাজধানীতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বিএনপি। দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর খিলক্ষেত এলাকায়  প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বিএনপি সমর্থক সাবেক খেলোয়াড়দের সংগঠন ‘জাতীয়তাবাদী ক্রীড়া দল’। শনিবার বিকেলে খিলক্ষেত নামাপাড়ার মালেক মাতাব্বর রোড কনকর্ড লেকসিটি-সংলগ্ন মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। জাতীয় ফুটবল দলের সাবেক অনেক ফুটবলার খেলায় অংশ নেন।

বিএনপির সূত্র জানিয়েছে, এই টুর্নামেন্টে ঢাকা, নরসিংদী জেলা, খুলনা বিভাগ ও মিরপুর সোনালি অতীত নামের চারটি দল অংশ নেয়। বেলা সাড়ে তিনটায় ঢাকা জেলা ও খুলনা বিভাগ প্রথম ম্যাচ হয়। এরপর মিরপুর সোনালি অতীত ও নরসিংদী জেলা ম্যাচ হয়। দুটি ম্যাচে বিজয়ী দল নিয়ে বিকেলেই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আমিনুলের মিরপুর সোনালি অতীত| 

জানা গেছে, ঢাকা জেলা দলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। মিরপুর সোনালি অতীতের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। খুলনা দলের নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার জামাল উদ্দিন ও নরসিংদী জেলা দলে রয়েছেন সাবেক ফুটবলার ওয়ালিদ। এই দলের খেলোয়াড় হিসেবে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনও রয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।  প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকীতে প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল বিএনপি সমর্থক সাবেক খেলোয়াড়দের সংগঠন ‘জাতীয়তাবাদী ক্রীড়া দল’।