রাজধানীতে জোড়া খুনের আসামি গ্রেপ্তার

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা শিহাব করিম।

রাজধানীতে জোড়া খুনের আসামি গ্রেপ্তার

প্রথম নিউজ, অনলাইন : রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কুপিয়ে দুই জনকে হত্যার ঘটনায় মো. রাব্বি ওরফে পিঞ্জিরা রাব্বি (২৩) নামে এক আসামিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা শিহাব করিম।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে মোহাম্মদপুরের রায়ের বাজার সাদিক খান আড়তের সামনে নাসির ও মুন্নাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দুইটি হত্যা মামলা দায়ের হয়। মঙ্গলবার রাতে রাব্বিকে জোড়া হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মধ্য রতনপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করে র‌্যাব-২ ও র‌্যাব-৮।