রাজধানীতে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক
বুধবার রাত ১টার পর মোহাম্মদপুরের শাহজালাল হাউজিং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার রাত ১টার পর মোহাম্মদপুরের শাহজালাল হাউজিং এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- জাহিদ (১৯), শাওন (১৪), শিপন (১৪) ও রায়হান (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ লাগোয়া শাহজালাল হাউজিং এলাকায় কিশোর গ্যাং বাহিনীর এই সদস্যরা চুরি, ছিনতাইসহ মাদক ব্যবসার সাথে জড়িত। বুধবার রাতে জসীম উদ্দিন নামে এক যুবক র্যাব অফিসের উল্টা পাশে শাহজালাল হাউজিংয়ে তার বাসায় যাচ্ছিলেন। এ সময় ধারাল অস্ত্র হাতে পাঁচ থেকে ছয়জনের একটি কিশোর গ্যাংয়ের দল এসে ওই যুবককে আটকে তার কাছ থেকে সব ছিনিয়ে নেয়। তখন ওই যুবক চিৎকার করলে আশপাশ থেকে লোকজন এসে কিশোর গ্যাং চক্রের কয়েকজনকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় মামলার বাদী জসিম উদ্দিন জানান, আমি র্যাব অফিসের উল্টা পাশে শাহজালাল হাউজিংয়ে বাসায় যাচ্ছিলাম। এ সময় ধারাল অস্ত্র হাতে পাঁচ থেকে ছয়জনের একটি কিশোর গ্যাংয়ের দল এসে আমাকে আটকে দেয়। তাদের হাতে থাকা ধারাল অস্ত্রের উল্টা পাশ দিয়ে আমাকে বেধড়ক মারধর করে আমার থেকে সব ছিনিয়ে নিয়ে যায়। তখন আমি চিৎকার করলে আশপাশ থেকে লোকজন এসে কিশোর গ্যাং চক্রের কয়েকজন সদস্যকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক ভূঞা জানান, এ ঘটনায় আমরা ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছি। ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আমরা আসামিদের আটকের পর তাদেরকে আদালতে প্রেরণ করেছি।